দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: তথ্য অধিকার আইন ও বিধি-বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক সভা আজ ২৯ মে ২০২৪ রোজ বুধবার বেলা ১১ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সবুর আলী,অতিরিক্ত জেলা পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ ফয়সাল বিন আহসান ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান (এখনো শপথ গ্রহণ হয়নি) সাবেকুন নাহার শিখা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ।
শেষে এ আইন সম্পর্কে উপস্থিত জনতার মাঝ থেকে বিভিন্ন প্রশ্ন শোনেন ও তার উত্তর দেন প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত