দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা- ২০২৪ আজ ২৭ জুন রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত কৃষি মেলার আকাশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ নিয়ায কাযমীর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
এ মেলায় আধুনিক পদ্ধতিতে লতিরাজ কচু,মাদ্রাজি ওল, বস্তায় আদা চাষ, আম, বেগুন,কচু,পুঁইশাক উৎপাদন করা যায় সে বিষয়ক মোট ১২ টি স্টল বসে। শেষে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত