প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৫, ১২:১৬ পি.এম
নোয়াহ্ প্রাইভেট-কারে গাঁজা পাচারকালে গ্রেপ্তার হান্নান ও সবুজ
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: বুধবার (২৯জানুয়ারি) দুপুর ২টায় র্যাবের কাছে তথ্য আসে নোয়াহ প্রাইভেট কার-যোগে গাঁজার বড় এক চালান উত্তরা থেকে কামারপাড়া হয়ে সাভারের দিকে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও ৪ এর যৌথ দল তুরাগ থানার আব্দুল্লাপুর থেকে ধউর ব্রীজগামী সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালায় র্যাবের যৌথ আভিযানিক দলের সদস্যরা।
এর ধারাবাহিকতায় বেলা সাড়ে ৩টায় একটি প্রাইভেট নোয়া গাড়ী তল্লাশি-কালে সিট কভারের নিচে লুকানো ৩০কেজি ২০০গ্রাম গাঁজাসহ দু'জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারদ্বয় হলেন হান্নান (৪২) ও সবুজ মিয়া (২৫)।
এসময় গাঁজাসহ তাদের ব্যাবহৃত কার, তাদের কাছে থাকা ৩টি মোবাইল, ৩টি সীম ও নগদ ৫শ টাকা জব্দ করেন র্যাবের আভিযানিক দলের সদস্যরা।
এসময় র্যাবের জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় দোষ স্বীকার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্যে তুরাগ থানা পুলিশের কাছে হস্তান্তরের কথা জানায় র্যাব।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft