
নিজস্ব প্রতিবেদক: বেজ অটিজম বিদ্যালয়ে সামাজিক সংগঠন নর্দান লাইটস এর উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১২০টি অটিজম আক্রান্ত শিশু ও তাদের পরিবারের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়া হয়েছে। নগদ অর্থ প্রদানের মাধ্যমে এই উদ্যোগে অংশগ্রহণকারী পরিবারগুলোর মুখে হাসি ফুটেছে।
নর্দান লাইটস এর চেয়ারম্যান মো: ইয়াসিন আরাফাত আসিফ অনুষ্ঠানে বলেন, “অটিজম আক্রান্ত শিশুরা আমাদের সমাজেরই অংশ। এই প্রতিষ্ঠানে যে সকল বিশেষ শিশু রয়েছে তারা সকলে অত্যন্ত দরিদ্র পরিবারের, সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। ঈদের এই শুভক্ষণে তাদের মুখে হাসি ফোটানো আমাদের জন্য আত্মতৃপ্তির।” তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শাহ মো: নেওয়াজ নিশাত, সাংগঠনিক সম্পাদক সোয়েব আহম্মেদ মিঠু, কোষাধ্যক্ষ ওয়াহিদ সিরাজ রুহেল ও সদস্য জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজ অটিজমের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাবু, প্রতিষ্ঠাতা সদস্য মমিনুল ইসলাম দিনার, সাংহাই জিসান্ড ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির দক্ষিণ এশিয়ার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোক্তাদিরুল আলম ডলার এবং বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান কবির ডাবলু।
বেজ অটিজম বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আব্দুর রহমান বাবু বলেন,“অটিজম শিশুদের জন্য কাজ করা আমাদের মূল লক্ষ্য। নর্দান লাইটসের মতো সংগঠনের সহযোগিতা এই প্রচেষ্টাকে আরও বেগবান করে।”
নর্দান লাইটস এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার ভিত্তিতে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
Discussion about this post