নাজমুল হাসান নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে শোল্লা ইউনিয়নে সততা ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন ৫ টাকায় ঈদ বাজার ব্যাবস্থা করেছে।
উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিন্ম আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে ৫ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি।
থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয় এই স্লোগানকে সামনে রেখে রবিবার সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ২ টা পর্যন্ত ২ শত ৫০ টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাউল, ১ কেজি করে চিনিগুড়া চাল, চিনি, লবন, হুইল পাউডার, ২ কেজি পেয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডুলস, কাপড় ধোয়া সাবান, গোসলের সাবান ও ৬ টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদ বাজারে।
এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী , সরকারী-বেসরকারী চাকরীজিবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকরা।
সততা ফাউন্ডেশনের সদস্যরা বলেন, দুস্থ গরীবদের পাশে থাকা, অচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়ষ্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরী করে দেওয়া, এতিমদের মুখে হাঁসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।
সততা ফাউন্ডেশনের সদস্যরা আরো জানান, আমাদের মূল উদ্দেশ্য হলো খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্যতা দূর করা।
৫ টাকায় বাজার করে পারুল বেগম জানান, আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়ষ্কদের মাঝে সেমাই চিনি সহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিলো তারা।
এলাকাবাসী জানান, প্রাকৃতিক দুর্যোগ করোনা ভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুড়া চাল , ভাতের চাউল, মসুর ডাউল, সয়বিন তেল, চিনি সেমাই ও একশত পঞাশ জন পথিকদের মাঝে ইফতার বিতরণ করেছিলেন তারা।
স্থানীয়রা তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।
Discussion about this post