নাজমুল হাসান দোহান নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৪ মার্চ) নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় বান্দুরা বাজারস্থ আদি লরেন্স বেকারি ও কনফেকশনারি এর মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ব্যবসা কেন্দ্রে বিভিন্ন কোম্পানির ৭ রকমের মেয়াদ উত্তীর্ণ বিস্কুট, কোকা কোলা পানীয় ও শিশু খাদ্য পাওয়া গিয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জনাব ইমানুয়েল কাজল রোজারিও (৩৩), পিতা- সুনীল রোজারিও, সাং- পুরান তুইতাইল, ইউ: নয়নশ্রী, নবাবগঞ্জ, ঢাকা কে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উক্ত অপরাধী তার অপরাধ স্বীকার করেছেন ও ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকার করেছেন। বান্দুরা বাজারের অন্যান্য দোকানদার ও ব্যবসায়ীগণকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করার জন্য সতর্ক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত