নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি:৩১ তারিখে সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, ঢাকা ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মো: মামুন অর রশিদ পিপিএম দ্বয়ের নেতৃত্বে অত্র থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ থানা এলাকার রুপারচর, মালিকান্দা ও শংকরদিয়া এলাকা সহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে কুক্ষ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী কাজী রিপন (৩১)। চরনয়াডাঙ্গী গ্রামের মানিকগঞ্জের সিংগাইর এলাকায় তার বাড়ি,তার বাবা কাজী ফজলু।
আটক কৃত কাজী জুয়েল (৩০) কাজী আব্দুস সালামের পুত্র চরনয়াডাঙ্গী, উপজেলার সিংগাইর মানিকগঞ্জ বলে জানাগেছে। আশিকুর রহমান আশিক (৪৩) তার পিতা শান্তি সূত্রধর, তার বাড়ি শংকরদিয়ার,জয়কৃষ্ণপুর,নবাবগঞ্জ থানায়। মোঃ সাইফুল ইসলাম (৩৫) তার পিতা ইয়াকুব মোল্লা,শিকারীপাড়ার নবাবগঞ্জ উপজেলায়। মোঃ কাইয়ুম (৩৫), তার পিতা মৃত নালু বেপারী, শিকারীপাড়ার নবাবগঞ্জ উপজেলায়। হেলাল শেখ (৬২) তার পিতা আলীমুদ্দিন বেপারী,চরচামারদহ,কলাতিয়ার কেরাণীগঞ্জ মডেল থানায় তার বাড়ি।পুলিশ সূত্রে আরো জানা যায় তাদের নিকট হতে আলাদা আলাদা ভাবে সর্বমোট=৮০০ গ্রাম গাজা, ৫০ লিটার দেশীয় চোলাই মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আলাদা আলাদা ০৩ টি মাদক মামলা রুজু করা হইয়াছে। মামলাগুলো তদন্তাধীন আছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানা পুলিশ।
Discussion about this post