নাজমুল হাসান( নবাবগঞ্জ ঢাকা) প্রতিনিধি:ঢাকার নবাবগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর অয়োজন করেন। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা শিক্ষা অফিসার রাশেদ মামুন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল,নবাবগঞ্জ উপজেলার বিশিষ্ট কবি ও সাংবাদিক নাজমুল হাসান পদ্য মো. জলিল বেপারী, হুমায়ুন কবির, আজিজুর রহমান আজিম, একেএম মনিরুজআমান তুহিন, শিরিন চৌধুরী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে স্কুল পর্যায়ে এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী শিক্ষার্র্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত