নিজস্ব প্রতিবেদক: অদ্য ০৮ তারিখ দুপুর ১২:৪৫ ঘটিকায় টিকরপুরে অবস্থিত ‘এন মল্লিক ফিলিং স্টেশন’ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আ: হালিম। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ৭ তারিখে কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন এর দাম পূর্বের তুলনায় কমিয়ে নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই ফিলিং স্টেশন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পেট্রোল-১২৫ টাকা লিটার, ডিজেল-১০৯ টাকা লিটার এবং অকটেন-১৩০ টাকা লিটার বিক্রি করতেছিলো।
এই অপরাধের জন্য ‘এন মল্লিক ফিলিং স্টেশন’ এর মালিক নার্গিস মল্লিককে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য স্টেশনের কর্মরত ব্যক্তিদের নির্দেশ প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
Discussion about this post