নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি: মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলায় খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ, মজুত, বিপণনের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আ: হালিম নবাবগঞ্জ বাজার, কলাকোপা বাজারসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় খাদ্যদ্রব্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, অতিরিক্ত খাদ্যদ্রব্য মজুদ না করার জন্য ব্যবসায়ী ও দোকানদারগণকে সতর্ক করা হয়েছে। খাদ্যশস্য (চাল, আটা) পাইকারি বিক্রেতাদেরকে খাদ্য অধিদপ্তরের ফুড গ্রেইন লাইসেন্স গ্রহণ করা জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কলাকোপা বাজারে লিপি জেনারেল স্টোরের মালিক বিপদ ভঞ্জন সাহা (৫৪) কে ৩০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২৩ এর আওতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অপরদিকে, পণ্যের সরবরাহ ও বিতরণে কৃত্রিম মোড়কের ব্যবহারজনিত কারণে সৃষ্টি পরিবেশ দূষণরোধকল্পে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের জন্য 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০' অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় একজন ব্যবসায়ীকে ১,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং সকল দোকানদার, ব্যবসায়ীকে পণ্য সরবরাহের ক্ষেত্রে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন নবাবগঞ্জ থানার পুলিশ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত