ফাহিম ফরহাদ বিশেষ প্রতিনিধি: দেশের আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছিলো গত ১৬ বছরে তা একদিনে কাটানো সম্ভব না, শাহিন যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই, আশা করি এর মাধ্যমে সমাজের চুরি ডাকাতি কিছুটা রক্ষা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতী রক্ষা হবে। গাজীপুর সিটির দু’টি ওয়ার্ডে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন নগরীর টংঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
তিনি বলেন, আমরা সকলে শাহিনকে সহযোগীতা করবো, প্রত্যেক এলাকায় আমরা যদি এ কাজ করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সমাজ সুন্দর হবে। যেভাবে ছাত্র জনতা এ দেশ স্বাধীন করেছে আমাদের সে ধারা অব্যাহত রাখতে হবে। আমি আশা করি আগামীর বাংলাদেশ আমার আপনার সকলের হবে।
বৃহস্পতিবার (২১নভেম্বর) রাত ১টায় গাজীপুর মহানগরীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেম্বারবাড়ী রোডে আয়োজিত নগরীর ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের ছয়দানা দক্ষিণপাড়া ও উত্তর খাইলকুরবাসির নিরাপত্তা নিশ্চিতে গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাহীন মিয়ার ব্যাবস্থাপনায় এ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম নাইম মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক এড. মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর হাজারী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: বাসির উদ্দিন মণ্ডল, ৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল হাশেম, ৩৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রাসেল, গাছা থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক আশরাফুর রহমান জুয়েল তাজ-সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
এছারা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামাল উদ্দিন মেমোরিয়াল একাডেমির পরিচালক মোঃ আব্দুল হালিম, ডাচ বাংলা ব্যাংকের অপারেশন ম্যানেজার মোঃ সালেহ আহমেদ, বাটা সু-কোম্পানী লিঃ এর ম্যানেজার মোঃ রাগিব হোসেন প্রমূখ।
এর আগে জামালউদ্দিন মেমোরিয়াল একাডেমি মাঠে সওতুল হেরা মারকাজুল উলুম মাদ্রাসা ও সওতুল হেরা মহিলা মাদরাসার দশম বার্ষিক ওয়াজ মাহফিলে নেতাকর্মী-সহ অংশ নেন অতিথীরা। মাহফিলে সংক্ষিপ্ত করে প্রধান অতিথীর বক্তব্য দেন টংঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। মাহফিলের আলোচনা ও দোয়া শেষে সিসি ক্যামেরা স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন শীর্ষক আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দদের নিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সুমন।
Discussion about this post