নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের ৫ আসনের মধ্যে ৩ জন নতুন মন্ত্রীসভায় স্থান পাওয়ায় গাজীপুরে আনন্দের বন্যা বইছে। নবগঠিত মন্ত্রীসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী সহ মোট ৩৭ জন মন্ত্রীর মধ্যে ৪ জন নারী মন্ত্রী রয়েছেন।আর এই ৪ জন নারী মন্ত্রীর মধ্যে ২ জনই গাজীপুর জেলার।একজন শ্রীপুর ও একজন কাপাসিয়া নির্বাচনী এলাকার।গাজীপুরের নির্বাচনী এলাকা ৩ আসনের রুমানা আলী টুসি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ২৬ হাজার ১৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি নতুন মন্ত্রী সভার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ।
নতুন মন্ত্রী সভার অপর নারী সদস্য হলেন গাজীপুরের ৪ আসনের কাপাসিয়া নির্বাচনী এলাকার বেগম সিমিন হোসেন রিমি। তিনি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বেগম সিমিন হোসেন রিমি নতুন মন্ত্রী সভার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন । তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এর কন্যা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বড় বোন।
এছাড়াও গাজীপুরের ১ আসনে কালিয়াকৈর ও মহানগরীর ৩ টি ওয়ার্ড সহ নির্বাচনী এলাকার আ.ক. ম মোজাম্মেল হক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৯ হাজার ২১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি ২০১৪ সাল ও ২০১৮ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন। ২০২৪ সালের নতুন মন্ত্রী সভায় একই মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন। গাজীপুর জেলায় ৫ আসনের মধ্যে ৩ জন মন্ত্রী নতুন মন্ত্রীসভার স্থান পাওয়ায় কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মুরাদ কবীর, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো.মোয়াজ্জেম হোসেন, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন টানা চতুর্থবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত