নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত মিরপুর বিআরটিএ এলাকায় বেশ কিছু দালাল চক্র অসাধু উপায়ে দুর্নীতি এবং গ্রাহকদের হয়রানি করে থাকে। এমতাবস্থায় আনসার কমান্ডার মোহাম্মদ কাঞ্চন মিয়ার নেতৃত্বে সকল আনসার সদস্যদের কঠোর ভাবে দায়িত্বপালন করতে নির্দেশ দেন।
গত (১৪ সেপ্টেম্বর) তারিখে আনসার কমান্ডার মো: কাঞ্চন মিয়া এবং সহকারী কমান্ডার মোঃ মিলন মিয়ার অভিযানে ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনজন আসামী (দালাল) দের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেন।
এ ব্যাপারে আনসার কমান্ডার মোহাম্মদ কাঞ্চন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমি এবং আমার সহকারী কমান্ডার মোঃ মিলন মিয়া এবং সকল আনসার সদস্যদের নিয়ে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। দালালদের নির্মূল এবং গ্রাহকরা যেন, কোন প্রকার হয়রানীর শিকার না হন।সেদিকে আমরা সর্বদা সচেতন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় আনসার কমান্ডার মোহাম্মদ কাঞ্চন মিয়া আসার পর, আগের থেকে গ্রাহকরা অনেক বেশি সন্তুষ্ট। তবে এ ব্যাপারে বেশ কিছু দালাল চক্র উঠে পড়ে লেগেছে কাঞ্চন মিয়ার বিরুদ্ধে অপপ্রচারে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত