তাহসানুর রহঃ শাহজামাল চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ সোহেল রানা (২৪) নামে এক যুবক গ্রেফতার।
দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ শামিম রেজা সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ ই আগস্ট ২০২৩) তারিখ সকাল ০৯:৪০ মিনিটের সময় দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়াস্থ মোঃ লাভলু হোসেনের ভাড়াটিয়া আসামী মোঃ সোহেল রানার উত্তরদুয়ারী বসত ঘরের মধ্যে হইতে ৫০ পিস ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার জয়নগর চেকপোস্ট পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত ৫০ পিস ফেন্সিডিল যার অনুমান মূল্য এক লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, আমরা গোপন সাংবাদিকদের ভিত্তিতে জানতে পারি আসামি সোহেল রানা দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল গোপনে ব্যবসা করে আসছে তারই ধারাবাহিকতায় শুক্রবার ১১ই আগস্ট ২০২৩ সকাল ৯ঃ৪০ মিনিটের সময় দর্শনা থানা পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে তার বসতবাড়ি হইতে ৫০ পিস ফেন্সিডিলসহসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামীদ্বয়কে জেল হাজতে পাঠানো হয়েছে। আর এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।আরো বলেন আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং মাদককে না বলি, এক কণ্ঠে বলি মাদকমুক্ত সমাজ গড়ি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত