নিজস্ব প্রতিবেদক: আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, বঙ্গবন্ধুর ডাকে মাত্র ৯ মাসে স্বাধীনতা পেয়েছি আর স্বাধীন দেশেই বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করা হলো। তাই শেখ হাসিনার ডাকে দেশ বিরুধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।২০০৪ সালের (২১ আগষ্ট) আওয়ামীগের সমাবেশে গ্রেনেড হামলায় ১৯ জনের ফাঁসি ও ১৯ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। তারেক জিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তারা কীসের স্বপ্ন দেখে? কীসের চিন্তা করে? তারেক জিয়াতো নির্বাচনই করতে পারবেনা।
গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ভাদুন উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে পূবাইল থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এ উপলক্ষে এ দিন কুলখানি, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।
আমেরিকা আমাদের স্বাধীনতার বিরুধীতা করেছিল আখ্যায়িত করে চুমকি বলেন, ইতোমধ্যে ভারত আমেরিকাকে সাবধান করে বলেছে শেখ হাসিনার যদি কিছু হয়, তার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে শুধু বাংলাদেশে নয় এই উপমহাদেশে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে।অন্যকোন দলে শেখ হাসিনার মতো যোগ্য নেত্রী আর নেই।
মেহের আফরোজ চুমকি শোকসভার আরও বলেন নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়লেও কেউ না খেয়ে মরেনা।উন্নয়নে কোন কমতি নেই। আগে মা বোনেরা ঘর থেকে বের হতে পারতো না। এখন তারা পিঠা বিক্রি করছে, চা বিক্রি করছে। মেয়েরা মাঠে ফুটবল ক্রিকেট খেলছে যেটা মানুষ কোন দিন কল্পনাও করতে পারেনি।বিগত সরকারগুলোর সব উন্নয়ন এক করলেও বর্তমান শেখ হাসিনা সরকারের উন্নয়নের সমান হবেনা। তিনি হলেন মানবতার নেত্রী।
৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মামুন।
শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, নবনির্বাচিত ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির ক্রিসেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালক সাইফুল ইসলাম খান প্রমূখ।
Discussion about this post