নাজমুল হাসান দোহার নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি: ঢাকা ১ আসন দোহার নবাবগঞ্জের অহংকার মরমী কবি শামসুদ্দিন মোল্লা। এই আসনে সরকারের ক্ষমতাসীন এমপি সালমান এফ রহমানের এলাকায় বসবাস তার। তার বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার নাগর কান্দা গ্রামে।
তার বয়স ৯২ বছর। এই ৯২ বছর বয়সে পৌঁছেও তিনি চির সবুজ চির তরুণ মানুষ। হাসিখুশি সদালাপি মহান এই মানুষটি রচনা করেছেন ১৫ শতর অধিক মহামূল্যবান আধ্যাত্মিক কবিতা, গান ও গজল। তিনি উম্মি লিখতেও পড়তে পারেন না।আল্লাহর ধ্যান জ্ঞানে এবং রাসূলের প্রেমে মত্ত হয়ে তিনি প্রতিনিয়ত রচনা করে চলছেন। নিজের গান নিজেই মুখস্ত করে সুর করেন এবং তা সাথে সাথে মুখস্ত করে গেয়ে উঠেন মনানন্দে। ৯২ বছর বয়সী এই মানুষটি কখন যেন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবেন।
তিনি গত হওয়ার আগেই তার রচিত আধ্যাত্মিক গান,গাজাল, কবিতা গুলো সংরক্ষণ করা খুব জরুরী বলে মনে করে সুধীমহল। তিনি জাতীয় সম্পদ । বাংলা সাহিত্যের বিশাল সম্পদ বটে।কিন্তু দুঃখের বিষয়,তার লেখা গজল, গান, গীতি কবিতা এখনো লিপিবদ্ধ করা হয়নি। মুখে মুখে তিনি অবলীলায় বলে যান তার লেখা বাণী গুলো। নীরাহংকার এই মানুষটি অতি সাধারণ জীবন যাপন করেন। নাই তার তেমন অর্থ কড়ি। পড়ে থাকেন ছিন্ন বস্ত্র। অতি সাদাসিদে জীবনের অধিকারী এই মানুষ। তার সাথে কথা বললেই আপনি বুঝবেন তিনি এক আধ্যাত্মিক মানুষ। কোন হৃদয়বান ব্যক্তির সুনজর যদি তার উপরে পড়ে। তাহলে তার জন্য কিছু করার চেষ্টা করবেন এটাই লেখকের আকুতি । শামসুদ্দিন মোল্লা শুধু দোহার নবাবগঞ্জের সম্পদ নয়। গোটা দেশের সম্পদ, জাতির সম্পদ, দুনিয়াবাসীর সম্পদ। আমরা এই সম্পদ হারাতে চাই না। এখনই প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। এগিয়ে আসুন দোহার নবাবগঞ্জ সহ সুধী মহলের ব্যক্তিবর্গ এবং সরকারের উচ্চ মহলের কর্তৃপক্ষ বৃন্দ। বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত