টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহান বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে ৫শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর এরশাদ নগর ৪৯ নং ওয়ার্ড এলাকার রওশন এরশাদ মাঠে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নির্দেশনায় এবং গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রমজান আলী বাবুর উদ্যোগে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রমজান আলী বাবু বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত