নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমায় অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুম্মার জামাত। নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৮ মিনিটে নামাজ শেষ হয়। দেশের বৃহত্তম জুম্মার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা আজ দলে দলে ইজতেমা ময়দানে আসেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানান, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। আর সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিম করেন এবং নামাজের আগে জুম্মার ফাজায়েলের ওপর বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।
জুম্মার আগ পর্যন্ত ৫৪টি দেশের ছয় হাজার ৩৬ জন মুসল্লি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ময়দানে পৌঁছেছেন। এর মধ্যে আরবীয় নাগরিক ৪১১, ভারতের পশ্চিমবঙ্গের দুই হাজার ৬০, উর্দু এক হাজার ৫৫০, ইংলিশ দুই হাজার ১৫ জন।
জুম্মার নামাজে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌপথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে ইজতেমার জুম্মার নামাজে অংশ নেন। আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় সমাবেশের আসর শেষ হবে।
Discussion about this post