কালিমুল্লাহ ইকবাল বিশেষ প্রতিনিধি: বৈশাখ মাসের তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে একটু স্বস্তির পরশ দিতে তৃষ্ণার্থ সাধারণ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে গাজীপুরে অবস্থিত বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ পরিষদ নামের একটি সামাজিক সংগঠন ।
আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল ১১ টা হইতে দুপুরের পর পর্যন্ত গাজীপুর মহানগর এলাকার টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ বাস স্ট্যান্ডের সামনে এলাকার পথচারী, দিনমজুর, রিকশাচালক,খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী সহ সকল ধরনের শ্রমজীবী মানুষের মাঝে ঠান্ডা ট্যাংক ও লেবুর শরবত বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ইব্রাহিম খলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিব্বিরের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ আবুল হাশেম, সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সোহাগ, দপ্তর সম্পাদক শাহ আলম খান, সহ অর্থ সম্পাদক নূরনবী ভূঁইয়া, নির্বাহী সদস্য নজরুল ইসলাম ও সদস্য মোস্তাফিজুর রহমান, আরাফাত, মাহফুজ, তৈয়ব, সাইফুল সহ প্রমুখ।
সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিবির বলেন, আমরা প্রায় পাঁচ হাজার গ্লাস শরবত মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করেছি, অনেকের দোয়া ভালবাসায় আমরা অভিভূত, আমাদের ইচ্ছা সামনের দিনগুলোতে আমাদের এই সংগঠন এ ধরনের আরও আয়োজন করবে। পাশাপাশি আমি বলব এই তাপপ্রবাহে মানুষকে স্বস্তি দিতে দেশের অনান্য সামাজিক সংগঠনকেও মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত