নিজস্ব প্রতিবেদক: টঙ্গী জংশনের আউটার সিগন্যালে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি দাড়ানো অবস্থায় কয়েকটি বগিতে ১০/১২ জনের একটি ছিনতাইকারী দল ডাকাতির উদ্দেশ্যে হামলা করে এবং ট্রেনের যাত্রীদের নিকট থেকে কয়েকটি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। ট্রেনের মধ্যে থাকা এক যাত্রী তার মোবাইলে গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে সাথে সাথে ভিডিওটি ভাইরাল হয়। তাৎক্ষনিকভাবে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার ৪টি আভিযানিক দল গঠন করা হয়।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশ ও জিআরপি পুলিশ যৌথ অভিযান চালিয়ে টঙ্গীর শিলমুন, মরকুন তিস্তার গেইট ও আমতলী কেরানীরটেক বস্তি তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত হওয়া ৫টি মোবাইল ফোন, ডাকাতি কাজে ব্যবহৃত অস্ত্রসস্ত্র এবং লুন্ঠিত নগদ টাকাসহ ৯ জন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মেহেদী হাসান জয় (২৬), ২. মো. রনি (৩৫), ৩. রবিউল হাসান (৪০), ৪. মোঃ স্বাধীন (৩০), ৫. মো: সাইফুল ইসলাম জাকির (২৫), ৬. মোঃ মাসুম (২৭), ৭. মো: নাসির (২০), ৮.মো: নয়ন হাসান (২৮), ৯. মো: আশিক (২২)। আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, চুরি মামলা সহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল ইসলাম পিপিএম বলেন, এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত