নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ট্রেনের দরজায় পা ঝুলিয়ে বসে স্টেশনের প্ল্যাটফর্মে ধাক্কা লেগে দুই পা হারালেন এক যুবকের।
আজ শুক্রবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী তিতাস কমিউটার ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।আহত আব্দুর রহিম (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের বাসিন্দা।তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী স্টেশনের রেল পুলিশের ইনচার্জ ছোটন শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আশুগঞ্জগামী তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গী জংশনের এক নম্বর লাইনে প্রবেশ করে।সময় ট্রেনের একটি বগিতে দরজার মুখে দুই পা ঝুলিয়ে বসেছিলেন ওই যুবক। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় তিনি না দাঁড়ানোয় তার দুই পা প্ল্যাটফর্মের সঙ্গে লেগে কেটে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত