নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের কোন লজ্জা শরম নাই । তিনি একজন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে নির্বাচন করছেন। প্রথমবার যখন নির্বাচন করেছেন দলের কেউ স্বতন্ত্র হয়ে দাঁড়ায় নাই পরবর্তীতে যখন আজমত উল্লা খান দলের হয়ে নির্বাচন করতে দাঁড়ালেন তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মাকে দাঁড় করালেন। তিনি যেভাবে মানুষকে কুরুচিপূর্ণ, অশোভন ভাষায় কটাক্ষ করে কথা বলছেন, যা নিজে না শুনলে বিশ্বাস করার মতো নয়।
এ সময় তিনি শিল্প প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন জাহাঙ্গীর আলম বলেছিলেন তার মা বিজয়ী হলে পাঁচ বছর কোন হোল্ডিং ট্যাক্স নেবেন না কিন্তু বিজয়ী হয়ে দ্বিগুণ তিন গুণ বাড়িয়ে দিয়েছেন, এটা কারোরই কাম্য নয়, শ্রমিক ও মালিকবান্ধব গাজীপুরকে সতেজ রাখতে জাহাঙ্গীর আলম শ্রমজীবী মানুষের কথা চিন্তা করবেন এমনটাই প্রত্যাশা তার।
আজ বুধবার দুপুর ১২ঘটিকায় গাছা থানাধীন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপের বাড়ীতে ডিবিসি চ্যানেলের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে তৌহিদুল ইসলাম দ্বীপের সঞ্চালনায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে গাছা থানাধীন ৩৭ নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে পথসভা করেন।
প্রতিমন্ত্রী বলেন, আমি গাজীপুর এলাকায় কোটি কোটি টাকার কাজ করেছি। আমার বিশ্বাস, আমি একটি টাকাও আত্মসাৎ করিনি। কখনো মানুষের জমি দখল করিনি, কারও আমানত খেয়ানত করিনি। আমার জানামতে, আমি কারও মনে কষ্ট দিইনি। তাই আমার বিশ্বাস আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ সময় আরো বক্তব্য দেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাছা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ আলহাজ সিরাজুল ইসলাম এম এ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমান গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ মহি, সাধারণ সম্পাদক আদম আলী হাজী, মহানগরের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সদস্য শামীম হোসেন সদস্য, মহানগর শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ন আহবায়ক মোঃ হালিম খান, টঙ্গী কলেজের সাবেক ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ফরহাদ হোসেন, গাছা থানা শফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত