নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী ৩৩ নং ওয়ার্ডের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও নতুন একটি রাস্তার মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ৩৩ নং ওয়ার্ডের উত্তর খাইলকুর বটতলায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজে অংশ নিয়ে গাছা থানা শাখার আমির আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার বলেন,বর্তমানে মশাবাহিত ডেঙ্গু রোগের কারণে অনেক মানুষ মারা যাচ্ছে,আমরা যদি এখনই সচেতন না হই এবং আমাদের নিজেদের আশপাশ পরিস্কার না রাখি তাহলে এ রোগ মহামারী আকার ধারণ করবে।এ ব্যাপারে আমাদের সবার সচেতন হতে হবে।আমরা নিজেরা নিজেদের উদ্যোগে আমাদের আশপাশ পুরস্কার রাখবো,কারণ হাদিসে এসেছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
তিনি আরো বলেন,আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন।তাই আমরা আমাদের আশেপাশের ময়লা পরিষ্কার করে আমাদের পরিবেশকে সুন্দর করে গড়ে তোলবো।
এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে আরো যারা সহযোগিতা করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গাছা থানা শাখার সেক্রেটারী ওসমান গনি,সহকারী সেক্রেটারী লোকমান হোসেন,৩৩ নং ওয়ার্ড সভাপতি শহীদুজ্জামান,আশরাফুল আলম মন্ডল,হাজী আব্দুর রব প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত