নিজস্ব প্রতিবেদক: আজ ইংরেজি ক্যালেন্ডারের দিন তারিখ অনুযায়ী চলতি বছরের অর্থাৎ ২০২৫ সালের ২১মার্চ। এ দিনটি ঘিরে রয়েছে আন্তর্জাতিক ৪টি দিবস। আজ- বিশ্ব-কবিতা দিবস, অরণ্য বা বনায়ন দিবস, বর্ণ-বৈষম্য দূরিকরণ দিবস ও রং দিবস।
ইসলাম ধর্মানুসারে আরবি ক্যালেন্ডারানুযায়ী রমজান মাসে এ আন্তর্জাতিক ৪ দিবসকে করেছে আরো গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এ ৪দিবসকে পবিত্র রমজান মাসে স্মরণীয় করে রাখতে দিবস ফাউণ্ডেশনের অনন্য এক উদ্যোগ ইতোমধ্যে সারা ফেলেছে গাজীপুরবাসির স্থানীয়দের জনমনে।
আন্তর্জাতিক এ চার দিবসকে স্বরণীয় করে রাখতে দিনটি উপলক্ষ্যে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার ৩৬নং ওয়ার্ডের গাছা পূর্বপাড়া এলাকার একটি স্কুলে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
শুক্রবার (২১মার্চ) বিকেলে ওই এলাকার স্বরবর্ণ প্রি-ক্যাডেট স্কুলে এ আলোচনা সভার পর্ব শুরু হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথীরা। শেষে দোয়া মোনাজাত ও ইফতার গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধাব অতিথী হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন গাছা থানা ৩৬নং ওয়ার্ড কর্মজীবী-দলের সভাপতি কামালউদ্দিন। এসময় অতিথীর বক্তব্যে কামালউদ্দিন বলেন, বিভিন্ন দিবস উপলক্ষ্যে সমাজের মানুষের মূল্যবোধ বাস্তবায়নে দিবসের ভূমিকা অপরিসিম। তাই জাতীয় ও আন্তর্জাতিক এসব দিবস পালনের মধ্যদিয়ে সমাজের মানুষের নৈতিক শিক্ষা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখছে দিবস ফাউণ্ডেশন।
প্রধান অতিথী বলেন, বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন দিবসের গুরুত্ব বিষয়ক নানা প্রকার শিক্ষামূলক আয়োজন (ইভেন্ট) করে থাকে দিবস ফাউণ্ডেশন। যা শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান প্রধান অতিথী। এসময় দিবস ফাউণ্ডেশনের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
এতে বিষয়ভিত্তিক বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কবি বশির আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ও ৩৭নং ওয়ার্ড জামাতের কাউন্সিলর পদপ্রার্থী তানভীর হাসান।
দিবস ফাউণ্ডেশনের পরিচালক ও লণ্ডন ইন্টারন্যাশনাল ইসলামিল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহেদুর রহমানের সভাপতিত্বে, স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সঞ্চালনা করেন, দিবস ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: সজীব শেখ। এর আগে অনুষ্ঠান উদ্বোধন করেন, দিবস ফাউণ্ডেশনের পরিচালক ইমাম হাসান।
এতে বিশেষ অতিথীর বক্তব্য দেন, দিবস ফাউণ্ডেশনের পরিচালক ও শিক্ষক ইমাম হাসান, শিক্ষক শাওন, জাহাঙ্গীর আলম, ব্যাবসায়ী ডালিম, সোহেল, সুজন, প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, গাছা থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল ইসলাম, ৩৬নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: রবিউল হোসেন রনি, ৩৬নং ওয়ার্ড সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাইল হোসেন, মঈনউদ্দিন ইফাদ খান, আশরাফ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত