
আনিসুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ গাজীপুর মহানগর এর গাছায় ৩৭ নং ওয়ার্ডের চান্দরা এলাকায় দুর্বৃত্তরা গেটের তালা ভেঙ্গে গৃহবধুকে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। আব্দুল হাই চেয়ারম্যানের ছেলে সাবেক গাছা থানার বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদকে ১নং বিবাদী করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলেন,বিবাদী খুবই উগ্র খারাপ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। আমি অত্র এলাকায় জমি ক্রয় করার পর হইতে বিবাদী আমাকে বিভিন্ন ভাবে হয়রানী করিয়া আসিতেছে। অর্থাৎ বিবাদী উক্ত বিষয়টিকে কেন্দ্র করিয়া আমার সহিত শত্রুতা পোষন করিয়া আসিতেছে ও সময় সুযোগমতো পাইলে খুন জখম করিয়া ফেলিবে বলিয়া প্রান নাশের হুমকি প্রদান করিয়া আসেতেছে। এরই ধারাবাহিকতায় সোমবার ১০/০২/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ০১.১৫ ঘটিকার সময় আমি বসত ঘরে অবস্থান করাকালে উক্ত বিবাদীর হুকুমে অজ্ঞাতনামা ৯/১০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক আমাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবন্ধে আমার বসত বাড়ীর সামনে আসিয়া ও দেয়াল পার হইয়া মেইন গেইটের ভিতরে প্রবেশ করিয়া ছোট গেইটের তালা ভাঙ্গার চেষ্টা করে। বিবাদীরা তালা ভাঙ্গতে না পারিয়া আমার বসত ঘরের জানালার গ্লাস ভাঙ্গচুর শুরু করে। আমি বিবাদীদের ভয়ে খাটের নিচে লুকাইয়া পড়ি। একপর্যায়ে বিবাদীরা আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাইয়া ও ফোন কলের মাধ্যমে ১নং বিবাদীর সহিত আলাপ করিয়া এবং আমাকে পরবর্তী সময়ে সুযোগমতো পাইলে খু’ন জখম করিয়া ফেলিবে বলিয়া প্রাণ নাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। বর্তমানে আমি উক্ত বিবাদীদের ভয়ে চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। বিবাদীদের দ্বারা ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতি সাধনের আশঙ্কায় গৃহবধূ মার্জিয়া ও তার স্বামী।
আশেপাশের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় গৃহবধূ মার্জিয়া ঘরে একা ছিল আমরা খুব ভয়ে আতংক ছিলাম। মার্জিয়ার স্বামী ইসমাইল হোসেন বলেন গত ২৪/০১/২০২৫ ইং তারিখ একটি অভিযোগ করি গাছা পুলিশ তদন্তে আসেনি, আসলে হয়তো আজকের এই ঘটনা ঘটত না।
আসাদুজ্জামান আসাদ মুঠোফোনে বলেন আমি ঘটনাটি সকালে শুনেছি। এ ব্যাপারে কিছু জানি না। তবে অভিযানের ভিত্তিতে পুলিশ অনেকের বাড়িতে গিয়েছিল।
গাছা থানার অফিসার্স ইনচার্জ আলি মোহাম্মদ রাশেদ বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post