নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডের মধ্যে ৩৫ নং ওয়ার্ড একটি অন্যতম জনবহুল ওয়ার্ড। এখানে গড়ে উঠেছে শত শত ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানা।
এই ৩৫ নং ওয়ার্ডে বসবাস করে প্রায় তিন লক্ষ মানুষ । আর বাদে কলমেশ্বর মধ্যপাড়ায় বসবাস করে কয়েকশো পরিবার। কিন্তু ৩৫ নং ওয়ার্ডের বাদে কলমেশ্বর মধ্যপাড়া এলাকাটি গত ১০ বছর ধরে চরম অবহেলার শিকার। এখানে নেই কোন ভালো ড্রেনেজ ব্যবস্থা, ফলে একটু বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। বর্ষা মৌসুম সহ ৯ মাস পানি বন্দি অবস্থায় থাকে এখনকার মানুষজন। এলাকার কোমলমতি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা সহ রেমিটেন্স যোদ্ধা গার্মেন্টস কর্মীরা এবং বয়স্ক মুরব্বিরা রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। অসুস্থ রোগীদের হসপিটালে নিয়ে যাওয়া যায় না। এই জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।এলাকাবাসীর দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এর সমাধান করবে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত