নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে ৬দফা দাবি বাস্তবায়নের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সোমবার (০৪নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বৈ’ষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ইন্সটিটিউট অব হেল্থ টেকনোলজি গাজীপুরের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করেন। এসময় রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানচলাচল স্থবীর হয়ে পরে।
ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানচালক ও সরক ব্যাবহারকারি নাগরিকরা। এসময় প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে নানা স্লোগানে দাবি বাস্তবায়নে সংশ্লী’ষ্ট কর্তৃপক্ষের দৃ’ষ্টি আকর্ষণ করেন শিক্ষার্থীরা। তবে সড়ক ব্যাবহারকারিদের কথা ভেবে কিছু সময় যান চলাচলের সুযোগ করে দিয়ে ফের তারা সড়ক অবরোধ করে কর্মসূচি চালিয়ে নেন। পরে সকলের সম্মতিতে পুলিশ ও প্রশাসনের দায়িত্বশীলদের অনুপ’স্থিতিতেই দুপুর ১টায় আজকের মতো কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন শিক্ষার্থীরা।
গাজীপুর আইএইচটির শিক্ষক শিক্ষার্থীরা জানান কয়েকযুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্টরা, তাই কে’ন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজী (আইএইচটি) এ বৈ’ষম্যেরবিরুদ্ধে আন্দোলন করছেন। বৈ’ষম্য নিরসন করে দ্রু’ত দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৬ দফা দাবীগুলো হলো, স্ব’ত’ন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বা’স্থ্য সং’স্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হাড়ে পথ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যব’স্থা করা ও ২০১৩ সালের স্থ’গিতকৃত নিয়োগ পুন:চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃ’ষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটাপ ও নিয়োগবিধি ও স্বা’স্থ্য সুরক্ষা আইনে অ’ন্তর্ভুক্ত করা।
ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা ও সেই বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য সকল আইএইচটি সমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্ব’ত’ন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অস’ঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্ম সহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করা।
Discussion about this post