নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা মাহফিল ও ইফতার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
প্রধান অতিথি হামিদুর রহমান আযাদ তার বক্তব্যে বলেন, ‘আল্লাহ তায়ালা রোজাকে ফরজ করেছেন, যা প্রত্যেক নবীর উম্মতের ওপরও ফরয ছিল। তবে রোজা পালন করলেই মুত্তাকী হওয়া যায়, এমন কথা আল্লাহ বলেননি। রোজার পরও মানুষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যায়, যা আমাদের সমাজে এখনো বিদ্যমান। সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকান্ডের ঘটনার উদৃতি দিয়ে বলেন, ওই ঘটনাটি একযুগ পেরিয়ে গেছে এখনো বিচারকার্য সম্পূর্ণ হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। কথা বলা ও লেখার অপরাধে একাধিক সাংবাদিককে জেল বন্দী জীবন কাটাতে হয়েছে ও নির্বাসনে যেতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মাগুরায় ৮ বছরের এক শিশু এবং বরগুনায় ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পবিত্র রমজান মাসেও দেশে চুরি, ছিনতাই, খুন, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারেননি। তৎকালীন সময়ে কিছু সাংবাদিক জামায়াতের সংবাদগুলো বিকৃতভাবে মিডিয়াতে উপস্থাপন করতেন। একজন সাংবাদিকের লেখনী হতে হবে নিরপেক্ষ ও মজলুম মানুষের পক্ষে।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবি, খায়রুল আলম, আবুল হাশেম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুসহ জামায়াতে ইসলামী মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছারা আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিকরা।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত