ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের প্রায় প্রতিটি ওয়ার্ড পাড়া মহল্লার সড়কের মাঝেই অহরহ চোখে পড়বে ভেজায় দাড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটি। আর এসব ঝুঁকিপূর্ণ খুঁটির সাথে সড়ক দূর্ঘটনার খবর নগরীর বেশ কিছু ওয়ার্ডের স্থানীয়দের মাঝে এখন তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
এর প্রেক্ষিতে সরেজমিনে অনুসন্ধ্যানে জানা যায়, বিদ্যুৎ বিভাগ ও সিটি কর্পোরেশনের মাঝে এসব বিষয়ে মতানৈক্যের কারনে সমাধান ব্যাহত হচ্ছিলো দীর্ঘদিন। পরবর্তীতে এ বিষয়ে প্রাথমিক সমাধান হলেও বৈদ্যুতিক খুটি অপসারণে তেমন কোন উদ্যোগ নজরে আসেনি স্থানীয়দের। ফলে দূর্ভোগ ও সড়ক দূর্ঘটনার শঙ্কা রয়েই যায় স্থানীয় বাসিন্দাদের মাঝে।
মালেকেরবাড়ি, হারিক্যান, বোর্ডবাজারসহ নগরীর ৩৪,৩৫,৩৬ ও ৩৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও আশপাশের কয়েকটি উপজেলার স্থানীয়দের কাছে জানতে চাইলে তারা জানান, সংশ্লীষ্ট কর্তৃপক্ষ রাস্তার মাঝ থেকে এসব বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য নানা সময়ে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন খুবি ক্ষিণ। ফলে সড়ক দূর্ঘটনা ঘটছে প্রায়সই। স্থানীয়রা জানায় গত বছরের পহেলা নভেম্বর থেকে কয়েকটি দূর্ঘটনা ঘটেছে এসব খুটির সাথে পোষাক কারখানার যানবাহনের ধাক্কায়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও এমন দূর্ঘটনার সাক্ষি হয়েছেন অনেকেই।
নগরীর ৩৪নং ওয়ার্ডের স্থানীয়দের মধ্যে পলাশ, মিন্টু, শাপলা-সহ বেশ কয়েকজন স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ সংশ্লীষ্টদের এ বিষয়ে সিটি কর্পোরেশনের সাথে কোনও বিবাদ থাকলে তা মিটিয়ে হতাহতের ঘটনা এড়াতে খু্ঁটিগুলো দ্রুত অপসারণে কর্তৃপক্ষের এগীয়ে আসা উচিৎ। এছারা বৈদ্যুতিক তার ও মিটার স্থাপন বিরম্বনা থেকেও পরিত্রাণ পেতে চান স্থানীয় বিদ্যুৎ সেবাগ্রহীতা নাগরিকরা।
এসকল বিষয়সহ নানা বিষয়ে মাসিক প্রতিবেদন দাখিলে ২০২৪ সালের সবশেষ পল্লী বিদ্যুৎ বিভাগ-১ এর সভা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে। এ উপলক্ষ্যে সোমবার (২০জানুয়ারি) দুপুরে মহানগরীর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর কনফারেন্স হল রুমে আয়োজিত এক বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সভাপতি মোঃ শাহজাদা মৃধার সভাপতিত্বে, সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) ও প্রকৌশলী আবুল বাশার আজাদের প্রত্যক্ষ তত্বাবধানে এতে গাজীপুর জেলার ৬টি জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার-সহ, বিদ্যুৎ বিভাগ সংশ্লীষ্ট পরিচালক কর্মকর্তারা অংশ নেয়।
সভায় প্রতিটি জোনাল কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও তা উত্তরণ বিষয়ক আলোচনা হয়। পরে সভাপতি শাহজাদা নাগরিক ভোগান্তি দূরীকরণে সংশ্লীষ্টদের পদক্ষেপ গ্রহণে তাগাদা প্রদান করেন। এর প্রেক্ষিতে সমস্যা সমাধানে সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল বাশার আজাদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন উপস্থীত ৬টি জোনাল ডিজিএমদের।
জানতে চাইলে, নতুন সময়কে সভাপতি শাহজাদা বলেন বৈদ্যুতিক পিলার সড়ক থেকে অপসারণ ও বৈদ্যুতিক তার, মিটার স্থাপন প্রতিস্থাপনসহ সকল কার্যক্রম তরিৎ করে গ্রাহক ভোগান্তি রোধে আমরা সচেষ্ট হয়ে একযোগে কাজ করছি।
এসব বিষয়ে জানতে মুঠোফোনে কল করলে নতুন সময়কে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবুল বাশার আজাদ বলেন, " এসব খুঁটি অপসারনে ২৬জন ঠিকাদার কাজ করছে মাঠে। কয়েকহাজার খুঁটি অপসারণ হয়েছে ইতোমধ্যে। দ্রুত বোর্ডবাজার-সহ আশপাশের এলাকার খুঁটি অপসারণ কাজ প্রকৃয়াধীন।"
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত