নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রেীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা মো. জমির আলীর(৭৬) দাফন সম্পূর্ণ হয়েছে।
রবিবার (৩১মার্চ) বেলা ৩টা ৩০ মিনিটে মৃ'ত্যু বরণ করেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরায় তাহার নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ বহু শুভাকাঙ্ক্ষী, সহ-যুদ্ধা রেখে গেছেন এবং ডায়াবেটিস সহ নানা রোগে ভুগ ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মো. জমির আলীর দাফনের আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জালাল উদ্দিন, ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুজ্জামন, শাহজাহান মাস্টার, আব্দুল হাকিম ও মাসুদ রানা সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ ৮ নং ওয়ার্ড গাছা ইউপি এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত