নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে গাজীপুর রাজবাড়ি মাঠ সংলগ্ন শহীদ মিনারে মানুষের ঢল নামে। এসময় গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ-সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ মহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান। বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-ডুয়েট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, আনসার ভিডিপি একাডেমি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, কেআরএস ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থ মানবতার সেবায় নিয়োজিত বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, র্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও বিশেষ দোয়া।
দিবসটি উপলক্ষে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী বিশেষ দোয়া মাহফিল, আলোচনাসভা, বাংলা ক্যালিগ্রাফি, বাংলায় সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের বসুরায় অবস্থিত কে.আর.এস ফাউন্ডেশনের প্রতিদষ্ঠাতা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফি দিবসটি উপক্ষে সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন করেন। তিনি দল-মত ও নারী-পুরুষ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে নিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত