নিজস্ব প্রতিবেদক: পোষাক শ্রমিকদের বেতনের দাবিতে টানা ৫৫ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শেষে যানচলাচল শুরু হলেও ৩০ মিনিট (আধা ঘন্টা) পর ফের সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সোমবার (১১নভেম্বর) বেলা সোয়া ২টায় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়ার মুঠোফোনে শ্রম ম’ন্ত্রনালয়ের সচীব এএইচএম শফিকুজ্জামানের দেয়া আশ্বাসে শ্রমিকরা অবরোধ সাময়িক প্রত্যাহার করলেও ফের সড়ক অবরোধ করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়ার মুঠোফোনে সচীব শফিকুজ্জামান জানান কলকারখানা কর্তৃপক্ষ ও মালিক কর্তৃপক্ষ-সহ সংশ্লী’ষ্টদের সাথে আলোচনা শেষে সরকার উদ্যোগী হয়ে ৬কোটি টাকা দু’একদিনের মধ্যে টিএন্ডজেট কারখানার শ্রমিকদের দেয়ার সি’দ্ধান্ত হয়েছে।
এ সি’দ্ধান্তকে স্বাগত জানিয়ে কিছু শ্রমিক আইনশৃ’ঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধে সড়কে আধাঘন্টা যানচলাচলের সুযোগ দেন। পরে শ্রমিকরা বেলা পৌনে তিনটার দিকে ফের সড়ক অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল অবরোধ করে সড়ক অচল করে দেয়।
এতে করে সাময়িক দূর পাল্লার কিছু যানবাহন (শতাধিক) উভয়দিকে যাওয়ার সুযোগ পেলেও বাকিরা রয়ে যান দূর্ভোগে। এতে করে দূর পাল্লার ও স্ব’ল্পদূরত্বের পণ্যবাহী, যাত্রীবাহী গাড়ী এমনকি এম্বুলে’ন্সও পারাপার হতে পারেনি এ অ’ঞ্চলের সড়ক ব্যাবহার করে। গত দু’দিনের ন্যায় আজও নির্দৃ’ষ্ট গন্তব্যগামী নাগরিকরা পায়ে হেঁটেই রওনা হতে দেখা গেছে।
টিএন্ডজেট কারখানার শ্রমিক, ফারজানা, আল্পনা পারভিন, আসমা, নাসিমা, সালমা-সহ আরও অনেকে বলেন আমরা লা’ঞ্চ করতে গেছি আর পুলিশ সেনাবাহিনীর লোকজন বাকিদের বলছে টিএন্ডজেট কারখানার শ্রমিকরা আইডিকার্ড গলায় পড়ে আলাদা হন। এসময় লাঞ্চে (দুপুরের খাবার) যাওয়া শ্রমিকরা না থাকায় লোক স্ব’ল্পতার কথা বলে যানচালকদের গাড়ী সামনে এগীয়ে নিতে বলেন। তা না হলে তারা ৩০মিনিটও যানচলাচলের সুযোগ দিতে না রাজ।
শ্রমিকরা আরও বলেন ২৫সদস্যের যে প্রতিনিধি দল শ্রম মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে তারা আশানুরুপ ফলাফল নিয়ে না ফেরা অবদি তারা অবরোধ তুলে নিবেন না। তাদের কথা এ গ্রুপের ৫টি কারখানা কলম্বিয়া মোগরখাল এলাকায় রয়েছে, ৬ কোটি টাকায় কিছুই হবেনা তাদের। তাদের বাড়ি ভাড়া থাকা খাওয়া সন্তানদের পড়াশোনার খরচ সবই এখন বকেয়া। তাই তারা সম্পূর্ণ বকেয়া বেতন পরিশোধ না হলে অবরোধ চালিয়ে যাবেন বলেও জানান।
এর আগে শনিবার (৯নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা তাদের বকেয়া বেতন-সহ চলতি মাসের বেতনের দাবীতে আন্দোলন শুরু করেন। সেই থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়ার সামনের সড়কটি অচল হয়ে পরলে ব্যাপক জনদূর্ভোগের সৃ’ষ্টি হয়।
এ বিষয়ে গাজীপুর ই’ন্ডাস্ট্রিয়াল পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়ার সহযোগীতায় শ্রম-মন্ত্রনালয়ের সচিব শফিকুজ্জামানের আহ্বানে সারাদিয়ে শ্রমিকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল একতা পরিবহনের একটি বাসযোগে সচিবালয়ে পাঠানো হয়েছে। শ্রমিকদের এ সমস্যা উত্তোরণে শীঘ্রই সমাধান আসবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
Discussion about this post