নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে গত বুধবার (৭ আগষ্ট) বৈ’ষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত,প’ঙ্গু’ত্ববরণকারী ও শহী’দদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনের ১ নং হলরুমে “বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর জেলা আইনজীবী শাখা” এর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আইনজীবী শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শাহিন মিয়ার উপস্থাপনায় এবং আইনজীবী শাখার সভাপতি এডভোকেট শাহজাহান সিরাজির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,গাজীপুর বারের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ও নির্বাহী সদস্য এডভোকেট লুৎফর রহমান, এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য প্রদান করেন, এডভোকেট মোস্তফা কামাল পলাশ,এডভোকেট ফকরুদ্দিন আকবরী,এডভোকেট রইছ উদ্দিন, এডভোকেট মাহদী হাসান,এডভোকেট সোলাইমান কবির, এডভোকেট জালাল উদ্দিন,এডভোকেট শাওন ফাহিম,এডভোকেট আব্দুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তৃতায় বলেন,সাধারণ ছাত্রদের অ’ক্লান্ত পরিশ্রম ও বুকের তাজা র’ক্তের বিনিময়ে এবং জনসাধারণের স্বতঃস্ফূ’র্ত অংশগ্রহণে এক গণঅ’ভ্যু’ত্থানে জালিম সরকার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হওয়ায় আমরা দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ অর্জন করেছি। আমরা দীর্ঘ ১৫বছরের এক বিভীষিকাময় কালো অধ্যায় থেকে মুক্তি পেয়েছি।কোন ষড়’যন্ত্রকারীরা যাতে আমাদের এই অর্জনকে ভূলু’ণ্ঠিত করতে না পারে সে জন্যই সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
বক্তারা আরো বলেন,ষড়’যন্ত্র এখনও চলমান রয়েছে।সং’খ্যালঘুদের বাড়িঘরে হামলা করে, অ’গ্নি সংযোগ করে এর দায়ভার ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এ অর্জনকে নস্যাৎ করে দিতে পরে, এজন্য ষড়’যন্ত্র মোকাবেলায় চোখ কান খোলা রেখে সামনে এগিয়ে যেতে হবে।
পরিশেষে শহীদদের রু’হের মাগফেরাত কামনা,আহত ও প’ঙ্গুত্ববরনকারীদের দ্রু’ত সুস্থতার জন্য দোয়া-মোনাজাত করে অনু’ষ্ঠানের সমাপ্তি করা হয়।
Discussion about this post