ফাহিম ফরহাদ নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর বাসনের কলম্বিয়া এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন, শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।
শ্রমিকরা সকাল ৮টা থেকে গাজীপুরের চান্দনা এলাকায় টি এন জেড গ্রুপের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শান্তিপূর্ণ বিক্ষোভ শু'রু করে যান চলাচল ব'ন্ধ করে দেয়, রিপোর্ট প্রকাশকালিন সময় অর্থাৎ দুপুর গড়ালেও শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল স্থ'বির হয়ে থাকায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী সাধারণ।
গাজীপুরে টিএন্ডজেড অ্যাপারেলস গ্রুপের পোশাক শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাবেন বলেও জানান। শ্রমিকরা বলেন আগামী ৭২ঘন্টায় আমাদের সমস্যা সমাধান না হলে ফের নতুন করে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
শ্রমিকরা বলছেন, তাদের তিন মাসের বকেয়া বেতন যতক্ষণ পর্য'ন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্য'ন্ত এই রাস্তায় যান চলাচল ব'ন্ধ থাকবে, বিক্ষু'ব্ধ শ্রমিকরা গাড়ীর সামনে বসে অনসনও করছেন বলেও জানান। তারা আরো বলেন, কয়েক দফায় সময় দিয়েও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। তাই যতক্ষণ পর্য'ন্ত বেতন পরিশোধ করা না হবে তারা মহাসড়ক অবরোধ করে যান চলাচল ব'ন্ধ রাখবেন।
ঢাকা- ময়মনসিংহ মহাসড় দীর্ঘ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃ'ষ্টি হয়েছে। এতে করে সাধারণ যাত্রীরা, রোগীবাহি গাড়ী ও শি'শুরাও রয়েছেন চরম ভোগান্তিতে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত