ফাহিম ফরহাদ বিশেষ প্রতিনিধি: গাজীপুরে টিএনজেড অ্যাপারেলস লি: এর পরিচালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩নভেম্বর) যুগীতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরে শ্রমিকদের ই’ন্ধন দিয়ে টানা তিনদিন মহাসড়ক অবরোধ-ভাঙচুর করে জনদুর্ভোগ সৃ’ষ্টি ও ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পরিচালককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার ব্যাক্তি টিএনজেড কারখানার পরিচালক হলেন চট্টগ্রাম হালিশহর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আব্দুল হালিম (৪৮)।
পুলিশ ও স্থা’নীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের পাঁচটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার (৯নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার রাত ১০টা পর্য’ন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে চরম জনদুর্ভোগের সৃ’ষ্টি হয়।
এসময় শ্রমিকরা কয়েকটি কারখানা ভাঙচুর করে। এর জেরে ওই গ্রুপের পাঁচটিসহ আশপাশের অন্তত ৩০-৪০টি কারখানা ব’ন্ধ হয়ে যায়। পরে ম’ন্ত্রনালয়ের আশ্বাসে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যব’স্থা করা হয় হলে অবরোধ প্রত্যাহারে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে অন্য কারখানাগুলো চালু হলেও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের সবক’টি কারখা এখনও ব’ন্ধ রয়েছে বলে জানা গেছে।
জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত দুই দিনের রিমান্ড ম’ঞ্জুর করেন। বৃহ’স্পতিবার বিকেলে মুঠোফোনে রিমান্ড ম’ঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার অফিসার ইন-চার্জ (ওসি) রাহেদুল ইসলাম।
Discussion about this post