নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের ৩১ ওর্য়াডের পাকৈরদেশী এলাকায় জমি সংক্রান্ত সালিশ বৈঠকে দু-পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে ভূঁইয়া ও ঢালি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়।
ঘটনাটি সংঘটিত হয় শনিবার সকালে গাজীপুর মহানগরের ৪০ ও ৩১ নং ওয়ার্ডের জিরো পয়েন্টে।
ভূঁইয়া গ্রুপের ধারালো অ’স্ত্র দিয়ে ঢালি গ্রুপের ৪ জন কে কু’পিয়ে মারা’ত্মক যখম করে। আহত ফাহাদ ডালী, ফয়সাল ডালী তাজুল ডালীকে প্রাথমিক চিকিৎসার জন্য শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
আহত ফাহাদ ডালী আংশকা জনক অবস্থায় থাকায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলা পালটা হামলার ঘটনার সূত্রপাত পূবাইল থানার ৪০ নং ওয়ার্ড ও গাজীপুর সদর মেট্রো থানার ৩১ নং ওয়ার্ডের জিরো পয়েন্টে হওয়ায় ঢালী গ্রুপের আজাহার বাদি হয়ে পূবাইল থানার আওয়ামীলীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ সহ ১৬ জন ও অজ্ঞাত ১০-১৫ জনের নামে অভিযোগ করেছে গাজীপুর সদর মেট্রো থানায়। অন্যদিকে ভূঁইয়া গ্রুপের বকুল ভূঁইয়া বাদি হয়ে নয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০- ১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। দুই থানার জিরো পয়েন্টে মারামারি সংঘটিত হওয়ায় ও উভয় থানায় অভিযোগ দায়ের করায় বিপাকে পড়েছে পূবাইল ও গাজীপুর সদর মেট্রো থানার পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায় হামলার ঘটনায় আতাউল রসুল ভুইয়াসহ ১৬ জনকে অভিযুক্ত করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আজাহার হোসেন ডালী।
শনিবার সকালে জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে আজাহার হোসেন ডালী (৫৪) ও আতাউল রসুল ভুইয়া জাবের (৪৭) উভয় পক্ষের লোকদের নিয়ে পারিবারিক সালিশ বৈঠক বসে পাকৈরদেশী এলাকায় আজাহার হোসেন ডালী আমবাগানে। বৈঠকের কিছুক্ষণ পর আতাউল রসুল ভুইয়া জাবের পক্ষের কয়েকজন লোক উপস্থিত লোকদের গালমন্দ করতে থাকে। এক পর্যায় তা প্রতিবাদ করলে ১০/১৫ জন লোক ধারালো অস্ত্র দিয়ে কয়েকজনের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলার ঘটনায় অন্তত চারজন আহত। আহত তিন জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযোগের বাদী আজাহার হোসেন ডালী বলেন, রেকর্ড সুত্রে আমরা জমি ভোগ দখল করে আছি। কিন্তু প্রতিপক্ষ আতাউল রসুল ভুইয়া জাবের সেই জমি তার বলে দাবী করে আসছে। এ বিষয়ে পূবাইল থানা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান কে প্রধান বিচারক হিসাবে পারিবারিক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে অতর্কিত ভাবে কয়েকজন হামলায় সালিশে উপস্থিত লোকদের উপর হামলা চালায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রোথানার ওসি জিয়াউর রহমান জানান, ঘটনা ৪০ নং ওয়ার্ডে সংঘটিত হওয়ায় আমার নিকট করা অভিযোগ গ্রহণযোগ্য নয়। পূবাইল থানার ওসি শফিকুল ইসলাম জানান, আমি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।
Discussion about this post