নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী গাছা থানা শাখার উদ্যোগে জনসাধারণের সাথে ইফতারের আয়োজন করা হয়েছে। শুক্রবার(১৪মার্চ)গাছা থানাধীন বোর্ড বাজারে গাজীপুরের সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়ির পাশে উন্মুক্ত মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
গাছা থানা শাখার জামায়াতের আমীর আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও সেক্রেটারী মো: ওসমান গনির সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর
মহানগরীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সভাপতি মোঃ হোসেন আলী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নুরুল আমিন,সেক্রেটারী-ওলামা বিভাগ,বাংলাদেশ জামায়াত ইসলামী গাজীপুর মহানগর। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জামাল উদ্দিন বলেন,মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য রমজান মাসে মহান আল্লাহ তায়ালা কুরআন নাযিল করেছেন। মানুষ যেন সঠিক পথে চলতে পারে সে যাতে উত্তম চরিত্রের অধিকারী হতে পারে এবং মানবজীবনের সকল বিষয়ের দিক নির্দেশনা দিয়েই এই কুরআন নাযিল করা হয়েছে।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মিয়াজ উদ্দিন মাস্টার বলেন,আল কুরআনের কারণে এই রমজান মাস অত্যন্ত বরকতময় মাস এবং শ্রেষ্ঠ মাস।আমরা যারা কুরআনকে ধারণ করবো আমরাও শ্রেষ্ঠ মানুষ হবো। রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,আল্লাহপাক বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজ হাতে দিবো।
অনুষ্ঠানে আরো যারা উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরী নেতা মোঃমোতালিব হোসেন মন্ডল,গাছা থানা শাখার নায়েবে আমীর মোঃ মিজানুর রহমান,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসেন,IBWF গাজীপুর মহানগরের সভাপতি গোলাম মোস্তফা,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাছা থানার সভাপতি ও
জামায়াত সমর্থিত গাজীপুর সিটির ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খন্দকার আসাদুজ্জামান ও জামায়াত নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
পরিশেষে দোয়া ও মোনাজাত করে ২৫০০জন রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত