প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ২:৪১ পি.এম
গাজীপুরে চলন্ত মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন

ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেল স্টেশনের নিকটে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার বগিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।
বৃহস্পতিবার বেলা ১১ টা ৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে মাওনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, খবর পাওয়ার পর সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার শিকার ট্রেনটি অপসারণের চেষ্টা চলছে।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft