নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগীর গাছা মেট্রো থানাধীন উত্তর খাইলকুর জমির উদ্দিন খান সড়কের মোক্তারবাড়ী এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের৩জনসহ চারজন দ'গ্ধ হয়েছেন। দগ্ধ মো. ফরমান মন্ডল (৭৫), মো. মিনারুল ইসলাম (৩৫), খাদিজা বেগম (৬৫) ও মো. শরিফুল ইসলামকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সাজার্রি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে নূরে সাঈদের বাড়ির দ্বিতীয় তলায় এ বি'স্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মো. ফরমান মন্ডলের ভাড়া বাসায় সিলেন্ডারের গ্যাস শেষ হওয়ার পর ওই এলাকার খান এন্টারপ্রাইজ হতে গ্যাসের সিলিন্ডার নিয়ে এসে বাসার চুলায় লাগায়। কিন্তু চুলা না জ্বলায় মিস্ত্রী শরিফুলকে চুলা ঠিক করার জন্য নিয়ে আসলে সে অটো চুলার সুইচে চাপাচাপির করার একপর্যায়ে গ্যাস সিলিন্ডার লিক হয়ে পূর্ব হতে গ্যাস পূর্ণ রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং গ্যাসের চাপে বি'স্ফোরণে রুমের জানালার থাই গ্লাস সহ আসবাবপত্র ভেঙে যায়। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ম্যানেজমেন্টসহ জিএমপি পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন পিপিএম বলেন, বিস্ফোরণে দ'গ্ধ প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। এদের শরীরের ৯৫ ভাগ থেকে শুরু করে ২০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে। আমরা অধিকতর তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থ নিব।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত