নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার এলাকায় গাছা থানা কৃষক লীগের প্রধান কার্যালয়ে ১ম ধাপে মত ফাষ্ট আই হসপিটালের মাধ্যমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।
রবিবার(৫ মে) দিনব্যাপী গাছা থানা কৃষক লীগের প্রধান কার্যালয়ে গাছা থানা কৃষকলীগের উদ্যোগে সকল প্রকার জনসাধারণের জন্য এ সেবা প্রদানের আয়োজন করা হয়। গাছা থানা কৃষকলীগের উদ্যোগে তাদের নিজ কার্যালয়ে দুই হাজার রোগীর মাঝে ওষুধ চশমাসহ চিকিৎসা সেবা প্রদান এবং দুইশত জন রোগীকে চোখের ছানীর জন্য ঔষধ প্রদান করা হয়।
এখানে যে সকল রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় তা হলো চোখ দিয়ে পানি পরা,চোখে কোনায় ময়লা জমা,চোখ লাল হয়ে যাওয়া,চোখ ব্যাথা করা,মাথা ব্যাথা,চোখে কম দেখা,চোখে ঝাপসা দেখা,চোখে সানি পরা ইত্যাদি।
গাছা থানা কৃষকলীগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদানের সময় উপস্থিত ছিলেন গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ তারিকুজ্জামান হিমু, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ শওকত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা হাজী মোহাম্মদ মহসীন, গাছা থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিটন, গাছা থানা কৃষকলীগের সহ সভাপতি কামাল হোসেন, চিলড্রেন পার্ক স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, জুম্মন খান, মহানগর ছাত্রলীগ নেতা গাজী আল ফোরকান সিদ্দীকি, ৩৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি নূর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মীর কাশেম দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুলাহ আল ফাহাদ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক নূরে আলম সিদ্দিকী, মাহাবুব আলম, পরশমনি সোয়েটার লিঃ এর সিনিয়র ইলেকট্রিশিয়ান রাসেল আহমেদ, আওয়ামীলীগের নেতী মুক্তা আক্তার ইভা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত