নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের গাছা থানাধীন দক্ষিণ খাইলকুর এলাকায় ছোট চার ভাই মিলে বড় ভাইকে সপরিবারে বাড়িতে তালাবদ্ধ রেখে ভিটেমাটি দখল ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অবশেষে জাতীয় জরুরী সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ অবরুদ্ধ ওই পরিবারটিকে উদ্ধার করলে এলাকায় বেশ তুলপার সৃষ্টি হয়।
ভুক্তভোগী হারুনুর রশিদ জানান, তারা ৫ ভাই ৩ বোন প্রত্যেকেই পৈত্রিক সম্পত্তির নিজ নিজ অংশ ভোগদখলে আছেন। তাদের মধ্যে দুই বোনের অংশ তিনি বিগত ২০০২ সালে কিনে নেন। সর্বকনিষ্ঠ বোন রহিমার অংশ তার ছোট ৪ ভাই মিলে ভোগ দখল করছেন। ওই চার ভাইয়ের উস্কানি ও ভুল তথ্যের ভিত্তিতে রহিমার স্বামী রনি মিয়া ভাড়াটে সন্ত্রাসী নিয়ে গত মঙ্গলবার দুপুরে আমার বাড়িতে হামলা চালায়। তারা বাহির দিক থেকে বাড়ির গেটে তালা দিয়ে ভাংচুর চালায় এবং বাড়ির ভাড়াটিয়াদের একটি কক্ষ দখলে নিয়ে তালা লাগিয়ে দেয়।
এসময় ভুক্তভোগী হারুনের ক্রয়কৃত অপর একটি জমিতে খুঁটি পুঁতে জবরদখলের চেষ্টা চালান। পরে পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির গেটের তালা খুলে অবরুদ্ধ পরিবারটিকে উদ্ধার করে। এ সময় হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর সন্ধ্যায় দ্বিতীয় দফায় বাড়িটি দখলের চেষ্টা চালায় হামলাকারীরা। ভুক্তভোগী হারুন ও তার স্ত্রী এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ আবারো ঘটনাস্থলে গেলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে বাড়ির মালিক হারুনুর রশিদ গাছা থানায় লিখিত ৭ জনের নাম উল্লেখ ও আজ্ঞাত ৭/৮ নামে অভিযোগ করেছেন।
গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, ভাই-বোনদের মধ্যে ওয়ারিশি জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এব্যাপারে বড় ভাই থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত