ফাহিম ফরহাদ,বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহা-সড়কে সড়ক দূর্ঘটনায় এক নারী বিক্ষুকের মৃ’ত্যু হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় এ দূর্ঘটনায় প্রাণহানি হয় ওই বৃদ্ধা নারীর।
নি’হত নারী রাবেয়া খাতুন (৭০) তিনি নগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় স্বজনদের সাথে বসবাস করতেন। বিক্ষাবৃত্তি শেষে বাড়ী ফেরার পথে জমিলা জেনারেল হাসপাতাল ও ফার্টিলিটি (বন্ধ্যাত্ব) কেয়ার সেন্টারের সামনে মহা-সড়ক পারাপারের সময় দূর্ঘটনায় নি’হত হন তিনি।
নি’হতের স্বজন রহিমা ও স্থানীয়রা জানান, সড়কের পূর্বদিক থেকে পশ্চিমে পারাপারের সময় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস বিআরটি প্রকল্পের সড়ক যোগে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাবার পথে ওই নারীকে সজোরে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই নি’হত হয় ওই নারী। স্থানীয়রা বলেন বিআরটি প্রকল্পের সড়কটি মরণ ফাঁদে পরিনত হচ্ছে দিনদিন। রাস্তা পারাপারের ব্যাবস্থা না থাকায় প্রায়সই ঘটছে প্রাণহানি। তাদের দাবী সড়কে প্রাণহানি রোধে কর্তৃপক্ষ দ্রুত প্রোয়োজনীয় পদক্ষেপ নিবেন।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধরা সড়ক আটকে ঘন্টাব্যাপী সড়কে বিক্ষোভ করে ইউনিভার্সিটির বাসটি ভাঙচুর চালালে চালক ও সহযোগী পালিয়ে যায়। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নগরীর গাছা মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে এসে লা’শ উ’দ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশি তৎপরতায় সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতের স্বজনরা এ ঘটনায় বিচার দাবী করেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের নিকট।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ মুঠোফোনে জানান সড়ক দূর্ঘটনায় নি’হত নারীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, চালক ও সহযোগী পলাতক, আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন।
Discussion about this post