
ফাহিম ফরহাদ,নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পৃথক দুই-স্থান থেকে দু’জনের ম’রদে’হ উদ্ধার করেছে থানা পুলিশের সদস্যরা। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গভীর বন থেকে একজনের এবং শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকা থেকে অপর আরো একজনের ম’রদে’হ উদ্ধার করেছে পুলিশ।
নি’হতরা হলেন – উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে মৃদুল সরকার (৩২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুকুরিয়া বেপারিপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে মনির হোসেন (২২)। রিপন শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে নিশ্চিন্তপুর গ্রামের গভীর বনের ভেতর থেকে মৃদুল সরকারের লা’শ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মনিরের মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানান, মৃদুল সরকারকে বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বনের ভেতর থেকে ঝুল’ন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের সদস্যরা।
প্রতিবেশীরা জানান, মৃদুল সরকার সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। দ্বিতীয় মেয়াদে সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তিনি। তারা আরো জানান, সিঙ্গাপুর যেতে পাঁচ-ছয় লক্ষ টাকা লোন করেছিলেন মৃদুল। কিছু দিন ধরে সংসারের অসচ্ছলতা ও ঋণের চাপে দ্বিধাদ্বন্দ্বে মানসিকভাবে বিষন্ন ছিলেন। ঋণের চাপ সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে আ’ত্মহ’ত্যা করে থাকতে পারেন বলে দাবি স্বজনদেরও।এদিকে, বুধবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ি থেকে মনির হোসেন (২২) নামের অপর এক যুবকের ম’রদে’হ উদ্ধার করেছে স্থানীয় পুলিশের সদস্যরা। তার বিষয়ে রিপোর্ট লিখা-অবদি বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘লা’শ দুটি থানায় এনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
Discussion about this post