প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৫, ৭:৩৭ এ.এম
গাজীপুরের শিববাড়ি পপুলার ডায়াগনস্টিকের পাশে অগ্নিকাণ্ড
ফাহিম ফরহাদ, নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগরীর জয়দেবপুরের শিববাড়ি এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের তীব্রতা আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আগুন নিভাতে স্থানীয়রা স্বতঃস্ফূর্ত এগীয়ে আসেন।
স্থানীয়রা জানায় ফায়ার সার্ভিসে কল করলে সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের কয়েকটি ভবন ও কিছু মালামাল। এছারা বৈদ্যুতিক তারসহ ইন্টারনেট সংযোগ তার-ও ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় জরুরী সেবা। তাছারা তাৎক্ষণিক এ ঘটনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভোগান্তি পোহাতে হয় স্থানীয় বিদ্যুৎ সেবাগ্রহীতাদেরও।
স্থানীয়দের মধ্যে কেউকেউ এ ঘটনার স্থির ও চলচিত্র সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেন তাৎক্ষণিক। স্থানীয় বাসিন্দা শামীমসহ কয়েকজন জানান, রাত সোয়া ১২টায় বৈদ্যুতিক পিলারের তারে আগুন ও স্ফুলিঙ্গ দেখে ফায়ার সার্ভিসে কল করা হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রনে যোগ দেন।
পরে প্রায় আধাঘন্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন হয়। এ সংক্রান্ত বেশ কিছু ক্ষোভ প্রকাশিত লিখা (পোস্ট) স্থির ও চলচিত্র ইতোমধ্যে সামাজিক মাধ্যম ফেইসবুকে ভেসে বেড়াতে দেখা গেছে।
ফেইসবুকে শামীম হাসান নামে এক স্থানীয় বাসিন্দা (যুবক) লিখেন, শিববাড়ি এলাকায় রাত ১২টা ২০মিনিটে আগুন লাগে, খবর দিলেও ফায়ার সার্ভিস আসার খবর নাই। আগুন নিভানোর পর ফায়ার সার্ভিস আসে আধাঘন্টা পর।
এ বিষয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আব্দুস সুবহান ও সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ মুঠোফোনে শনিবার ভোরে জানান, অগ্নিকাণ্ডের খবরে আমরা তাৎক্ষণিক রওয়ানা হই। তবে রেলক্রসিং অতিক্রম করতে হয় বিধায় বিকল্প পথে রওয়ানা হয়ে ঘটনাস্থলে গীয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নেয়। তবে এ ঘটনায় কেউ কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিরুপণ সম্ভব হয়নি বলেও জানায় ফায়ারসার্ভিস স্টেশন অফিসার সামাদ।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Developed by: Russell IT Soft