নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকার মহাসড়কের পাশ থেকে একটি মৃ’ত হাতি উ’দ্ধার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতিটি পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, সকালে ভাওয়াল জাতীয় উ’দ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদে’হ পড়ে থাকতে দেখে বিষয়টি জানান। তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। হাতিটির মাথায় ক্ষত চিহ্ন আছে, দাঁতগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন। ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর দুই জন ভেটেরেনারি সার্জন হাতিটির ময়নাতদন্ত করবেন। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
Discussion about this post