নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস ও অবৈধ অবরোধের প্রতিবাদে গাজীপুর মহানগরীর গাছায় আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে।
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষদিন বৃহম্পতিবার সকাল থেকে নগরীর বোর্ডবাজার এলাকায় আ.লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে কার্যালয়ের সামনে থেকে অবরোধ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে স্থানীয় জালাল শপিং সেন্টারের সামনে এসে শান্তি সমাবেশে সমাবেত হয়।
থানা তাঁতীলীগের সভাপতি ইমরান হোসেন সানির সভাপতিত্বে সম্পাদক হাসান শরীফের পরিচালনায় শান্তি সমাবেশে বক্তব্য দেন, থানা আ.লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি, সম্পাদক হাজী আদম আলী, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর ওসমান গনি কাজল, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আ,লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরকার, গিয়াস উদ্দিন, শহিদুজ্জামান সুমন, সাইদুর রহমান শহিদ, বাবুল হোসেন মন্ডল, যুবলীগ নেতা আমিন উদ্দিন সরকার, মো. ইসমাইল হোসেন, শফিকুল ইসলাম শফিক, কৃষকলীগ নেতা শাহজালাল তরুন, মনিরুজ্জামান লিটন, মহানগর শ্রমিকলীগ নেতা মো. মজিবুর রহমান প্রমূখ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশ ব্যাপী হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। পুলিশকে পিটিয়ে হত্যা, হাসপাতাল ভাঙচুরসহ জ্বালাও পোড়াও করে তারা পুরানো চেহারায় ফিরে এসেছে। দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে তারা নানামূখী ষড়যন্ত্র শুরু করছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সকল ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ দিকে অবরোধের তৃতীয়দিন অর্থাৎ শেষদিন অবরোধের সমর্থনে বিএপির-জামায়াতের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। রাজপথ ছিলো আ.লীগের দখলে। দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। সীমিত সংখ্যক গণপরিবন চলাচল করলেও মহাসড়কে তিনচাকার রিক্সার দাপট ছিলো চোখে পড়ার মতো। এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন যুগান্তরকে বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত