
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে দুদিনব্যাপী ১৯তম তাফসিরুল কুরআন মাহফিল আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। মাহফিলে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
মাহফিলের আয়োজক পূবাইল বেপারি পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি।
প্রথম দিন সোমবার প্রধান মুফাচ্ছির থাকবেন মুফতি হাফেজ ক্বারী আবদুর রহমান আল মাদানী। প্রধান অতিথি থাকবেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।
২য় দিন প্রধান মুফাচ্ছির হিসাবে বয়ান করবেন চট্টগ্রাম ইখওয়ানুল মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী আনসারী। প্রধান অতিথি থাকবেন গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও ডাকসুর ভিপি আখতারুজ্জামান।
মাহফিল উদ্বোধন করবেন মসজিদের মোতওয়াল্লি ও সভাপতি এবং দৈনিক যুগান্তেরর গাজীপুর মহানগর প্রতিনিধি মোহাম্মদ আখতার হোসাইন।
ক্রিসেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খানের পৃষ্ঠপোষকতায় সভাপতিত্ব করবেন ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি থাকবেন পূবাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাউন্সিলর সুলতানউদ্দিন আহম্মেদ, গাজীপুর সিটির প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল, কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি প্রমুখ।
Discussion about this post