নিজস্ব প্রতিবেদক:গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার পলাশোনা এলাকায় তুরাগ নদ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মো.শরিফ হোসেন রিফাত (২২) নামে এক পাঠাও চালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিফাত নগরীর ৪৯ নম্বর ওয়ার্ডের টঙ্গী এরশাদ নগর ২ নম্বর ব্লকের মো.ফারুক মিয়ার ছেলে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নগরীর ৩৬ নম্বর ওযার্ডের পলাশোনা এলাকায় তুরাগ নদে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে ওই এলাকার লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নদ থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের লাশ টঙ্গী নৌ- পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পিতা মো.ফারুক মিয়া বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে একই এলাকার কাজল ও সোহাগ আমার বাসায় এসে ছেলে রিফাতকে ভাড়ায় গাছা থানার পলাশোনা এলাকায় যাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেয়। এর পর রিফাত আর বাসায় ফিরে আসেনি। পরে রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে যারা আমার ছেলেকে ডেকে নিয়েছে তাদের বাসায় গিয়েও কাজল ও সোহাগকে পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় পলাশোনা এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে এসে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমার ছেলেকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পর লাশ নদে ফেলা দিয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, লাশ উদ্ধারের পর নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত করে তারা আইনি ব্যবস্থ নিবেন।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত