নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন জাঝর এলাকায় ছেলের হাতে বাবা খু'ন হয়েছেন। নিহতের নাম মো. রাজীব (৪২)। তিনি নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের জাঝর উত্তর পাড়া এলকার মো. আজিবরের ছেলে। রোববার বিকালে রাজীবের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বিকাল ৪ টার দিকে ছেলে শিশির চাই'নিজ কু'ড়াল দিয়ে তার বাবা রাজীবের ঘাঁড়ে উপর্যপুরি কু'পিয়ে রক্তা'ক্ত জখম করে। এ সময় তার (ভিকটিম) ডাকচিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরে স্থানীয় তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক সেখানে তাকে মৃ'ত ঘোষণা করেন। সন্ধ্যায় পুলিশ লা'শ উ'দ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা গাছা থানার এস আই সজীব দেবনাথ বলেন, নিহত রাজীবের ঘাড়ে চাই'নিজ কু'ড়াল দিয়ে কোপানোর চিহ্ন পাওয়া গেছে। এছাড়া (ভিকটিমের) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রাজীব একজন মাদক সেবী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ দিকে নিহত রাজীবের স্ত্রী রেহেনা আক্তার বলেন, তার স্বামী একজন মাদক সেবী ছিলেন। বিভিন্ন সময় নেশাগ্রস্থ অবস্থায় তাদের মারধর করতেন। ঘটনার দিন রাজীব তাদের মারপিট করার জন্য উদ্ধত হন। পরে তিনি ঘরের ভেতর নিজে কিভাবে আঘাত প্রাপ্ত হয়েছেন তা জানি না। ঘটনার পর রাজীবের বাবা আজিবর ঘরের বারান্দায় জমাট বাধা রক্ত ধুইয়ে মুছে খু'নের আলামত নষ্ট করার চেষ্টা করেন। এ ঘটনায় জিএমপি পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা এ হত্যাকান্ডের বিষয়ে সাক্ষ্য প্রমাণের চেষ্টা করছি এবং ভিকটিমের ছেলে পলাতক রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত