নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর এলাকায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পিষ্ঠ হয়ে মোঃ জাহিদ (২৩) নামের একব্যাক্তি গুরুতর আহত হন।
আহত জাহিদ গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর সাকিনস্থ জনৈক দীন মোহাম্মদ এর বাড়ির ভাড়াটিয়া। মোঃ জাহিদ (২৩) পেশায় একজন গার্মেন্টস শ্রমিক এসএস সোয়েটার এর অপারেটর। জাহিদ অফিস হইতে লাঞ্চে বাসায় এসে কাপড় শুকানোর জন্য ছাদে উঠলে বিল্ডিং এর ছাদে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারের সাথে কাপড় লেগে বৈদ্যুতিক শর্ক সার্কিটে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। বাহ্যিকভাবে রোগীর অবস্থা আশঙ্কাজনক। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা যায়, এর আগেও এরকম ঘটনা ঘটেছে দীন মোহাম্মদ এর বাড়িতে, ঐ ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়েছে। তার পরেও দীন মোহাম্মদ এর বাড়ির লোহার সিঁড়ি সরিয়ে নেয়নি। এবার ও পুনরায় একই অবস্থা হয়েছে জাহিদ এর। এই দীন মোহাম্মদ এর খুঁটির জোর কোথায়, তবে কি তার কাছে অসহায় ভুক্তভোগী পরিবারগুলো? দীন মোহাম্মদ এর সাথে বিদ্যুৎ অফিসের ভালো সম্পর্ক আছে বলে জানায় এলাকাবাসী।
এ ব্যাপারে গাছা জোনের পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম রেজা ফরাজীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে লোক জন পাঠিয়ে ছিলাম। বাড়ির মালিক এমনিতে ক্ষতিগ্রস্ত মানবিক বিষয়টি বিবেচনা করে আইনি ব্যাবস্থা নেয়া ঠিক হবে না, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাব। বাড়ির ছাদে ওঠার লোহার সিঁড়িটা স্থায়ীভাবে বন্ধ করবো এবং পরিবেশ পরিস্থিতি বুঝে প্রয়োজনিও পরামর্শ দেয়া হবে। পূর্ব এমন ঘটনা আরও ঘটেছে বললে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা-আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনা শুনার পরে ঘটনাস্থল একজন অফিসার পাঠিয়েছি, বিদ্যুৎ লাইন বন্ধ করে আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post